Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ৮-১০জুলাই/২০২৩ইং কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
বিস্তারিত

সারাদেশের ন্যায় অত্র মিঠাপুকুর উপজেলায়ও আগামী ৮-১০জুলাই/২০২৩ইং তারিখের মধ্যে যে কোন ০২(দুই) দিন ব্যাপী (নির্দিষ্ট এলাকায় প্রতি ওয়ার্ডে(সাবেক-১,২,৩নং) আগেরদিন মাইকিং হবে) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে॥

উক্ত ক্যাম্পেইন এর নিধারিত দিনে ৫-১২বঃ শিশুসহ ১২বছরের উর্দ্ধে অন্যান্য সকল বয়সী পুরুষ-মহিলাকে (১ম,২য়,৩য় ও ৪র্থডোজ (প্রাপ্যতা সাপেক্ষে) কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, টিকাগ্রহনের জন্য অবশ্যই সুরক্ষা এপস/ ওয়েবসাইট থেকে পুর্বে নিবন্ধনকৃতগনের পুনরায় কার্ড ডাউনলোড করে/পুরাতন কার্ডের ফটোকপি সংগে নিয়ে আসার জন্য অনুরোধ করা হইল।

সেইসাথে পূর্বে টিকা নেন-নি এবং যারা টিকা নিয়েছেন কিন্তু এখনও অনলাইন/ নিবন্ধন করেননি, তারা ভোটার আইডি/ জন্মনিবন্ধন/ পাসপোর্ট এর মাধ্যমে নিবন্ধন করে কার্ড প্রিন্ট নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন।

মনে রাখতে হবেঃ অনলাইন/ সুরক্ষা এপস এ নিবন্ধন না করে টিকা নিয়ে পরবতর্ীতে কোভিড-১৯ সনদ/ সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়। সনদপ্রাপ্তিতে জটিলতা/ভোগান্তি এড়াতে সকলে অনলাইন/নিবন্ধন করে টিকা গ্রহণ করুন এবং সুরক্ষিত থাকুন।


প্রচারে---- উপজেলা স্বাস্থ্য বিভাগ, মিঠাপুকুর, রংপুর।

ধন্যবাদন্তে………

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/07/2023
আর্কাইভ তারিখ
31/07/2023